পিই- রেশিও কি?
Author: moyeenuddin
Published on: 04/Apr/2023
শেয়ার বাজার কি?
পিই- রেশিও কি?
শেয়ার বাজার সংক্রান্ত যে কোন কাজে জড়িত ব্যাক্তিরা, যদি পিই/ রেশিও কি এর সম্পর্কে জানেন না তাহলে ব্যাপারটা শুনতে সত্যি অবাক করার বিষয়।
পি/ই রেশিও বা প্রাইস আর্নিং রেশিও এর আক্ষরিক অর্থ করলে দাঁড়ায় “উপার্জনের মূল্য অনুপাত”। ব্যাবহারিক অর্থে এটাকে “লাভের গুনিতক” বলা যায়।
প্রাইস আর্নিং রেশিও দ্বারা একটা স্টক কেনার পরে সেই স্টক এর মূল্য ফেরত পেতে কতো সময় লাগতে পারে সেটার একটা হিসাব পাওয়া সম্ভব। একটি কোম্পানীর বিগত ও ভবিষ্যত এর আয় এর উপর নির্ভর করে আপনার স্টক এর মুল্য ফেরতের সময় কাল নির্ধারণ করে দিবে এই পি /ই রেশিও।
Open Your First BO Account With Be Rich Limited Click Now
শেয়ার বাজারে প্রতিটি শেয়ারের মূল্য এবং প্রতিটি শেয়ারের বিপরীতে কোনো কোম্পানী কি পরিমান আয় করে থাকে তার অনুপাতকে Price Earning Ratio বা পি/ই রেশিও বলা হয়। পি/ই রেশিও দ্বারা স্টক এর মুল্যের মান নির্ণয় করা যেতে পারে৷
Tags:
online brokerage house smart investor stock exchange digital brokerage house